বিনোদন
শাহরুখের বাড়িতে রাত কাটানোর সুযোগ
বিনোদন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, বুধবার
বিশ্বের ধনী তারকাদের মধ্যে অন্যতম বলিউড বাদশাহ শাহরুখ খান। আমেরিকার লস অ্যানজেলেসে তার যে বাড়ি রয়েছে সেটার নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। আর এই বাড়িটি ভাড়া দেন শাহরুখ। প্রতি রাতে অবসরযাপন করতে বাড়িটিতে যে কেউ থাকতে পারেন। তবে বাড়িটির ভাড়া প্রতি রাতে ১ লাখ ৯৬ হাজার টাকা।