খেলা
জ্যোতির ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড ২৭৬ রানের পুঁজি বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪০ অপরাহ্ন

ফারজানা হক ও শারমিন আক্তার দুজনই ফিরেছেন ব্যক্তিগত ৫৭ রানে। এরপর ২২ গজে ব্যাটের ঝড় তুললেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অপরাজিত থাকলেন দেশের রেকর্ড গড়েই। ৫৯ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি। নিজের ইনিংসে চার মেরেছেন ১১টি। শেষ দিকে ২২ বলে ব্যক্তিগত ২৬ রান করেন ফাহিমা খাতুন। নির্ধারিত ওভারে ৬ উইকেটে টাইগ্রেসদের সংগ্রহ ২৭৬ রান।
দুই ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
দ্বিতীয় উইকেটে দুর্গ গড়ে তুলেছেন ফারজানা হক ও শারমিন আক্তার। ফিফটি করেছেন দু’জনই। ৭৯ বলে ব্যক্তিগত ৫৭ রানে আউট হয়েছেন শারমিন আক্তার। ১০৩ রানের এই জুটি ভেঙেছেন ক্যাথরিন ব্রাইস। অপর প্রান্তে ফারজানা অপরাজিত রয়েছেন ৭০ বলে ব্যক্তিগত ৫২ রানে। ২৯.৪ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৮ রান।
স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ
আজ জিতলে আসন্ন ভারত বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য। সে লক্ষ্যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। ১৭ ওভারে টাইগ্রেসদের সংগ্রহ ১ উইকেটে ৬৮ রান।
আজ স্কটিশ মেয়েদের হারাতে পারলে পরের দুই ম্যাচে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিইজের বিপক্ষে যেকোনো এক ম্যাচে জিতলেই হবে। অন্যদিকে আজ নিগার সুলতানা জ্যোতিরা হেরে গেলে জিততে হবে দু’টি ম্যাচেই, একই সঙ্গে হার কামনা করতে হবে স্কটল্যান্ডের। ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফিরেছেন ইশমা তানজিম। ক্রিজে আছেন ফারজানা হক (২২*) ও শারমিন আক্তার (১৯*)।
বাংলাদেশ দল: ইশমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মুস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খাতুন, মারুফা আক্তার।