বিনোদন
পঞ্চকবির গানে বর্ষবরণ
স্টাফ রিপোর্টার
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
ইস্পাহানি চ্যানেল আই- সুরের ধারা বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠান আজ হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকে। এবারের ভেন্যু ধানমণ্ডির রবীন্দ্র সরোবর। বর্ষবিদায় ও বরণের এবারের প্রতিপাদ্য ‘স্বদেশ’। পরিবেশনায় থাকছে পঞ্চকবির গান। গতকাল পর্যন্ত চলেছে এ অনুষ্ঠানের মহড়া। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে আজ সকাল ৬টা থেকে শুরু হবে এ আয়োজন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠানস্থলে থাকবে বিভিন্ন লোকজ মেলার স্টল। মেলায় বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ থাকবে দেশীয় নানান ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল। বর্ষবিদায়ের অনুষ্ঠানে সুরের ধারা দেশের গান পরিবেশন করবে এবং বর্ষবরণে সকালে পরিবেশিত হবে পঞ্চকবির গান ও লোকসংগীত। এ আয়োজনে প্রায় তিন শতাধিক শিল্পী মঞ্চে থাকবে। এরইমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ, সুরের ধারা এবং চ্যানেল আইয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয় সব রকম সহযোগিতায় থাকছে। এ ছাড়া, একই স্থান থেকে ১৩ই এপ্রিল সন্ধ্যা থেকে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান বা বর্ষবিদায় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।