ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

পঞ্চকবির গানে বর্ষবরণ

স্টাফ রিপোর্টার
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

ইস্পাহানি চ্যানেল আই- সুরের ধারা বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠান আজ হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকে। এবারের ভেন্যু ধানমণ্ডির রবীন্দ্র সরোবর। বর্ষবিদায় ও বরণের এবারের প্রতিপাদ্য ‘স্বদেশ’। পরিবেশনায় থাকছে পঞ্চকবির গান। গতকাল পর্যন্ত চলেছে এ অনুষ্ঠানের মহড়া। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে আজ সকাল ৬টা থেকে শুরু হবে এ আয়োজন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠানস্থলে থাকবে বিভিন্ন লোকজ মেলার স্টল। মেলায় বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ থাকবে দেশীয় নানান ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল। বর্ষবিদায়ের অনুষ্ঠানে সুরের ধারা দেশের গান পরিবেশন করবে এবং বর্ষবরণে সকালে পরিবেশিত হবে পঞ্চকবির গান ও লোকসংগীত। এ আয়োজনে প্রায় তিন শতাধিক শিল্পী মঞ্চে থাকবে। এরইমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ, সুরের ধারা এবং চ্যানেল আইয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয় সব রকম সহযোগিতায় থাকছে। এ ছাড়া, একই স্থান থেকে ১৩ই এপ্রিল সন্ধ্যা থেকে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান বা বর্ষবিদায় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। 

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status