বিশ্বজমিন
হংকংয়ে বৃটিশ এমপিকে প্রবেশে বাধা
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

বৃটিশ এমপি ওয়েরা হবহাউসকে হংকংয়ে প্রবেশে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছেন তিনি নিজেই। বলেছেন, বৃহস্পতিবার তিনি স্বামীসহ তাদের নাতির সঙ্গে দেখা করতে চীনের ওই অঞ্চলে গিয়েছিলেন। তবে তাদের বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে। জিজ্ঞাসবাদ করার পর তাদের আবার বৃটেনে ফেরত পাঠানো হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। বলেছেন, বৃটিশ আইনপ্রণেতাকে হংকংয়ে প্রবেশ করতে না দেয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। জরুরি ভিত্তিতে চীন সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা হবে বলে উল্লেখ করেন তিনি। ওয়েরা হবহাউসের প্রবেশে কেন বাধা দেয়া হয়েছে তার কারণ ব্যখ্যা করেনি হংকং। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিংয়ের মানবাধিকার রেকর্ড যাচাই-বাছাইকারী আন্তঃসংসদীয় জোট। সানডে টাইমসকে তারা বলেছে, কেন ওয়েরা হবহাউসকে প্রবেশে বাধা দেয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। ১৯৯৭ সালে বৃটেনের সাবেক উপনিবেশটি চীনের কাছে হস্তান্তরের পর থেকে হবহাউসই প্রথম এমপি, যাকে হংকংয়ে প্রবেশে বাধা দেয়া হয়েছে। হবহাউস চীন বিষয়ক আন্তঃসংসদীয় জোটের সদস্য।