বিনোদন
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাজপথে ইলিয়াস কাঞ্চন
স্টাফ রিপোর্টার
১১ এপ্রিল ২০২৫, শুক্রবার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। বর্বরতার সীমা ছাড়িয়ে পাখির মতো মানুষ হত্যা চলছে। গাজার এমন পরিস্থিতিতে হতবাক সারা বিশ্ব। বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষ এর প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদ জানাচ্ছেন দেশের শোবিজ তারকারাও। এবার প্রতিবাদে সামিল হয়ে রাজপথে নেমেছেন বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গতকাল সকালে রাজধানীর কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসের সামনের রাজপথে দাঁড়িয়ে দ্রুত গাজায় নৃশংসতা ও শিশু হত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন তিনি। এরপর ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সদস্যরা একটি প্রতিবাদ মিছিল করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত হেঁটে যান। সেখানে দাঁড়িয়ে তারা আবারো প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, সারা বিশ্বের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশেই কোণঠাসা হয়ে পড়েছে দখলদার ইসরাইলি বাহিনী। বিশ্ববাসী যেন ফিলিস্তিনের পাশে থাকে সেই আহ্বান জানাই। আমাদের সামান্য প্রচেষ্টায়ও যদি ওদের টনক নড়ে, মনে করবো অমাাদের এই উদ্যোগ সফল হয়েছে। ইলিয়াস কাঞ্চন আরও বলেন, গাজায় শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, তা সহ্য করার মতো না। আমি নামাজে বসেও তাদের জন্য দোয়া করছি। ফিলিস্তিনের গাজা ও রাফাহ্ প্রসঙ্গে মুসলিম বিশ্বের নীরব বা বক্তব্য নির্ভর ভূমিকা অত্যন্ত হতাশাজনক। সেই তুলনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশে অনেক বেশি মুখর। ধারাবাহিকভাবে যার প্রভাব পড়ছে ইসরাইলি হানাদারদের ওপর।