বিনোদন
সালমানের ‘সিকান্দার’ দেখে প্রেমিকার কান্না
বিনোদন ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, শুক্রবার
চলতি বছর ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’। এই ছবিতে গান গেয়েছেন তার চর্চিত প্রেমিকা ইউলিয়া ভানতুর। তিনি এরইমধ্যে ছবিটি দেখেছেন। ইউলিয়া জানান, ছবি দেখে কেঁদেই ফেলেছিলেন তিনি। তিনি বলেন, এই ছবি দেখে কেঁদেছি, হেসেছি, আনন্দ পেয়েছি। যদিও কান্নাটাই বেশি।