ঢাকা, ৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

এবারের বাংলা নববর্ষ বিশ্বের শান্তি কামনায় উদ্‌যাপিত হবে: সংস্কৃতি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

এবারের বাংলা নববর্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে উৎসব উদ্‌যাপন হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, বিশ্বের একটা দেশ ফিলিস্তিন। সেখানে যেভাবে গণহত্যা চলছে, এই পরিস্থিতিতে শুধুমাত্র দেশের জন্য শুভকামনা করে নববর্ষ উদ্‌যাপন করতে পারি না। তাই আমরা সারা বিশ্বের শান্তি কামনা করে এবারের নববর্ষ বা বৈশাখের অনুষ্ঠান উদ্‌যাপন করবো। এবারের মঙ্গল শোভাযাত্রায় ২শ’ জন বাংলাদেশ ব্যান্ড তারকা উপস্থিত থাকবেন। সেখানে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’- এ গান গেয়ে শোভাযাত্রা শুরু হবে। আশা করছি ৫০০ মিউজিশিয়ান এতে যোগ দিবেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, সারা দেশে নানা বয়সী মিউজিশিয়ানরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা তাদের গিটার ও একটি প্যালেস্টাইনের পতাকা নিয়ে নববর্ষে সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে শোভাযাত্রায় অংশ নিতে পারেন। এ ছাড়াও, শোভাযাত্রায় যারা মিউজিশিয়ান আছেন, তাদের অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
বাংলা ব্যান্ড মিউজিশিয়ানস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের পক্ষ থেকে ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে আশাবহ। এ বছর চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শোভাযাত্রা আরও বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্যে কিছু আকর্ষণীয় ও ভিন্ন আয়োজন রয়েছে; যার অন্যতম তারুণ্যনির্ভর ব্যান্ড সংগীতের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর সময়োপযোগী ও ভিন্ন কিছু বার্তা নিয়ে শোভাযাত্রায় শতাধিক শিল্পী হাজির হবে।
একাডেমি সূত্র জানায়, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের বিশেষ কিছু আয়োজনের ঘোষণা দেয়া হয়। যা এই প্রথমবারের মতো নববর্ষে উপস্থাপিত হবে। 
শিল্পকলা একাডেমি থেকে উদ্‌যাপনের একটি শিডিউল প্রকাশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য চৈত্র সংক্রান্তি ও বৈশাখী সাধু মেলা হবে ১২টি জেলায়। ১২ই এপ্রিল এই মেলা হবে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, ঢাকা, মাগুরা, কুমিল্লা, কুড়িগ্রাম, বগুড়া। সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ই এপ্রিল বিকাল ৩টায় জনপ্রিয় ধারার ব্যান্ড, ঢাক ঢোল এবং লাঠি খেলার সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন অনুষ্ঠান হবে শিল্পকলা একাডেমিতেও। 
পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ই এপ্রিল সকাল ৯টায় বাঙালিসহ ২৮টি জনগোষ্ঠীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে শোভাযাত্রা। সকাল ৬টা থেকে আয়োজন থাকবে রবীন্দ্র সরেবর ও রমনা বটমূলে। বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউতে হবে বৈশাখী ব্যান্ড শো। সন্ধ্যা ৭টায় সংসদের দক্ষিণ প্লাজায় হবে ড্রোন শো। ১ থেকে ৭ই বৈশাখ বাংলা একাডেমি প্রাঙ্গণে হবে বৈশাখী মেলাসহ নানা আয়োজন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status