দেশ বিদেশ
সদ্য তোলা রঙিন ছবি না দিলে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি নয়
স্টাফ রিপোর্টার
৭ এপ্রিল ২০২৫, সোমবারসরকারি কর্মচারী বাতায়নে সদ্য তোলা রঙিন ছবি না দিলে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হবে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) ব্যক্তিগত তথ্য বিবরণ (পিডিএস) হালনাগাদ করার ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজন করতে হবে। একইসঙ্গে নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে ব্যক্তি তথ্য হালনাগাদ করতে হবে। যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।