বিশ্বজমিন
ট্রাম্পের শুল্ক ‘ঝড়ের’ বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার স্টারমারের
মানবজমিন ডেস্ক
(২ দিন আগে) ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৮ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিসিপ্রোকাল ট্যারিফের বিরুদ্ধে বৃটেনের বাণিজ্য রক্ষায় অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্কনীতির বিপরীতে যুক্তরাজ্যের ব্যবসায়িক সুরক্ষা নিশ্চিত করতে নতুন শিল্প কৌশলের কথা জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, বৃটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে রোববার একটি কলাম লিখেছেন স্টারমার। সেখানে ট্রাম্পের আরোপিত শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক চুক্তির চেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রের হস্তক্ষেপের কথা জানিয়েছেন তিনি। ‘দ্য ওয়ার্ল্ড অ্যাস উই নিউ ইট হ্যাজ গন, নোবডি উইনস ফ্রম আ ট্রেড ওয়ার’ শিরোনামে লেখা কলামে স্টারমার উল্লেখ করেছেন, কিছু মানুষ এ বিষয়ে অস্বস্তি বোধ করতে পারে। কেননা বাজার তৈরিতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ করার ধারণাকে প্রায়ই উপহাস করা হয়। তবে পৃথিবী যেহেতু দ্রুত বদলে যাচ্ছে তখন আমরা পুরানা অনুভূতিগুলোকে আঁকড়ে থাকতে পারি না।
যেসব দেশের ওপর নূন্যতম ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তার মধ্যে বৃটেনের নামও রয়েছে। এই শুল্ক আরোপকে হুমকি হিসেবে দেখছে দেশটির সরকার। তারা বাণিজ্য খাতে এসব বাধা নিরসনে জোটগুলোকে আরও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে। অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি যুক্তরাজ্যের ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বেশ কয়েকটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হবে।
চলতি সপ্তাহের মধ্যেই বৃটেনে টার্বোচার্জ পরিকল্পনা বাস্তায়ন করা হবে বলে জানিয়েছেন স্টারমার। এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ প্রতিযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি। বিশ্বব্যাপী বাণিজ্য খাতে যে হুমকি তৈরি হয়েছে তার এড়াতে এই পদক্ষেপ বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃটিশ প্রধানমন্ত্রী বলেছেন, শুল্ক ‘ঝড়’ থেকে যুক্তরাজ্যের বাণিজ্য খাত রক্ষা করতে নতুন শিল্প নীতি ব্যবহারে প্রস্তুত তার সরকার। যদিও আগামী শরতে আরও শুল্ক বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তবে উল্লেখ করেছেন যে, বসন্তে কর বৃদ্ধির বিপক্ষে ছিল তার সরকার। কীভাবে মার্কিন শুল্কের প্রতিক্রিয়া জানানো হবে ইতিমধ্যেই তা নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছেন স্টারমার।