বিশ্বজমিন
ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ: মাইক্রোসফটের হাতে রক্তের দাগ
মানবজমিন ডেস্ক
(৩ দিন আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৬ অপরাহ্ন

ইসরাইলকে কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রযুক্তি সরবরাহ করেছে মাইক্রোসফট। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওই প্রতিষ্ঠানের ফিলিস্তিনপন্থি কর্মীরা। তাদের এই বিক্ষোভে ওয়াশিংটনে প্রতিষ্ঠানটির সদর দফতরে ব্যাহত হয় মাইক্রোসফটের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তফা সুলেমান কোম্পানির এআই চ্যাটবট ‘কপিলট’ নিয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছিলেন। এ সময় ওই বিক্ষোভ করেন কর্মীরা। ওয়াশিংটনের রেডমন্ডে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার। মাইক্রোসফট কর্মী ইবতিহাল আবুসাদ চিৎকার করে মুস্তফার প্রতি ধিক্কার জানান। ওই সময় তিনি মঞ্চের দিকে এগিয়ে যান এবং তার চিৎকার শুনে মুস্তফা বক্তৃতা থামিয়ে দেন।
ইবতিহাল বলেন, আপনি দাবি করেন আপনি ভালো উদ্দেশে এআই ব্যবহারের বিষয়ে আগ্রহী। আর এদিকে মাইক্রোসফট ইসরাইলি সামরিক বাহিনীর কাছে এআই প্রযুক্তি বিক্রি করছে। আরো বলেন, দেড় বছরে গাজায় পঞ্চাশ হাজার মানুষ মারা গেছেন। মাইক্রোসফট গাজায় ইসরাইলের চালানো গণহত্যায় শক্তি সঞ্চয় করছে। প্রত্যুত্তরে সুলেমান বলেন, আপনার প্রতিবাদের জন্য ধন্যবাদ। আমি আপনাকে শুনছি। আবুসাদ চিৎকার অব্যাহত রাখেন এবং বলেন, মাইক্রোসফটের সঙ্গে সংশ্লিষ্ট সকলের হাতে রক্ত লেগে আছে। ওই সময় আবুসাদ মঞ্চে একটি কেফিয়াহ স্কার্ফ ছুড়ে মারেন।
উল্লেখ্য, কেফিয়াহ স্কার্ফ ফিলিস্তিনি জনগণের সমর্থনের প্রতীক হয়ে উঠেছে। বিল গেটস, বলমার ও বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা যখন এক সঙ্গে মঞ্চে ছিলেন, তখন ভানিয়া আগারওয়াল নামে আরও এক মাইক্রোসফট কর্মী প্রতিবাদ করেন। এ বছরের শুরুতে বার্তাসংস্থা এপি’র তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। বলা হয়, গাজা ও লেবাননে বোমার লক্ষ্যবস্তু নির্ধারণ করতে মাইক্রোসফটের এআই মডেল ও ওপেনএআই ব্যবহার করেছে ইসরাইলি সামরিক বাহিনী।