বিশ্বজমিন
কৌতুকছলে স্বীকার করলেন ওবামা
মিশেলের সঙ্গে সম্পর্কের গভীর ঘাটতি ছিল
মানবজমিন ডেস্ক
(৩ দিন আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি প্রাণখোলা। হাসিখুশি থাকেন সবসময়। কৌতুক করেন। সহাস্য জবাব দেন নানা প্রশ্নের। সেই কৌতুকের সুরেই তিনি স্বীকার করলেন সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে তার সম্পর্কের ‘গভীর ঘাটতি’ ছিল। তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। বৃহস্পতিবার তিনি হ্যামিল্টন কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন। এ সময় তিনি কৌতুক করে অমন স্বীকারোক্তি দেন। হ্যামিল্টন কলেজের সভাপতি স্টিভেন টেপার যুক্তরাষ্ট্রের ৬৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের কাছে জানতে চান- তিনি কী করছেন। জবাবে ওবামা বলেন, তিনি বেশিরভাগ সময় স্মৃতিকথার দ্বিতীয় অংশ নিয়ে কাজ করছেন। তার ভাষায়- এটা ৫০টি টার্ম পেপারের মতো। মানে, এটা চিরকালই চলবে। আশা করছি এটা শেষ করার সীমানায় পৌঁছাবো। এর বাইরে, দেখুন, আমার স্ত্রীর সাথে আমার (সম্পর্কের) গভীর ঘাটতি ছিল। তাই আমি মাঝে মাঝে মজার কাজ করে সেই অবস্থা থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করি। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক এই ফার্স্ট ফ্যামিলির মধ্যে বিবাহ বিচ্ছেদ নিয়ে কয়েক মাস ধরে নানা জল্পনা পশ্চিমা মিডিয়ায়। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে একা যোগ দেন ওবামা। তারপরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একা যোগ দেন। এ সময় তার পাশে দেখা যায়নি মিশেলকে। ফলে নানা রকম গুজব ছড়িয়ে পড়ে। তারপর কৌতুকছলে ওবামা যখন ওই কথা স্বীকার করেন, তখন ভিতরে কিছু একটা আছে- এটা স্পষ্ট।
পাঠকের মতামত
Ladies are always unpredictable, like climatic influence, can change the circumstances any moment.