ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

৮ বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ

স্টাফ রিপোর্টার

(২ দিন আগে) ৩০ মার্চ ২০২৫, রবিবার, ১০:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩৪ অপরাহ্ন

mzamin

৮ বছর পর ছেলে, নাতনীসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  
ঈদের দিন পারিবারিক ছবি দিয়ে বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

ওদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন 
লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন ভালো আছেন। তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ করছেন খালেদা জিয়া।
 

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
বিএনপি মহাসচিব বলেন, আলহামদুলিল্লাহ উনি (বেগম খালেদা জিয়া) লন্ডনে এখন বেটার আছেন। আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে ৮ বছর পরে উনি উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিংক ফর আস।

দেশে কবে আসবেন খালেদা জিয়া- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।
খালেদা জিয়ার কারাগার জীবন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে কারগারে তাকে স্লো পয়েজনিং করা হয়েছে। এটা যদি ম্যাডামকে জিজ্ঞাসা করেন উনি বলবেন না। কারণ উনি সেই ধরনের মানুষ না, একবারের জন্য বলবেন না। ম্যাডামকে যে ঘরে রাখা হয়েছিলো, সেই ঘরটা ছিলো স্যাঁত স্যাঁতে, সমস্ত দেয়ালের আস্তর ভেঙে ভেঙে পড়ছিলো এবং ইুঁদুর দৌঁড়াদৌঁড়ি করতো, এরকম অবস্থা ফেইস করেছেন আমাদের ম্যাডাম। 
খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এবার ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ পালন করছেন। এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এরও আগে এক-এগারোর পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস‌্যদের সা‌থে ঈদ উদযাপন করেছিলেন।
লন্ডনে অবস্থানরত তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, লন্ডনে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। আপনারা জানেন, ম্যাডাম উনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসায় আছেন। ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটাবেন। দীর্ঘদিন বছর পর ম্যাডাম তার আপনজনদের সঙ্গে ঈদ করতে যাচ্ছে। বুঝতেই পারছেন এখানে অনেক আবেগ জড়িত। 
খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, এই মুহুর্তে তিনি আগের চেয়ে অনেকটা ভালো আছেন। আগে চাইতে তিনি বলতে পারেন আলহামদুলিল্লাহ উনি মাচ বেটার।
জাহিদ বলেন, ম্যাডাম দেশবাসীসহ দলীয় নেতা-কর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

পাঠকের মতামত

আপনাদের পরিবারের সকালের প্রতি রইল পবিত্র ঈদের শুভেচ্ছা ও শুভকামনা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে।

Sarwar Hossain
৩০ মার্চ ২০২৫, রবিবার, ১১:০১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status