অনলাইন
চাঁদ দেখা গেছে, কাল ঈদ
স্টাফ রিপোর্টার
(২ দিন আগে) ৩০ মার্চ ২০২৫, রবিবার, ৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২১ পূর্বাহ্ন

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম চাঁদ দেখার তথ্য জানানো হয় বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে নিশ্চিত করা হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম বিষয়ক মন্ত্রণায়ের উপদেষ্টা আ ফ ম খালিদ এই তথ্য জানান। তিনি বলেন, সারা দেশের ১৪টি জেলা থেকে চাঁদ দেখার খবর জানিয়েছে জেলা প্রশাসন।
সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশেরও বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করা হয়েছে।
ঈদুল ফিতর মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এদিন ঈদের খুশি ভাগাভাগি করে নেন ধর্মপ্রাণ মুসলমানরা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীতে সোমবার ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে পুরাতন বাণিজ্য মেলা মাঠে হবে ঈদ জামাত। সেখান থেকে বের করা হবে ঈদ আনন্দ মিছিল। সংসদ ভবন এলাকায় থাকবে সাংস্কৃতিক আয়োজন।
ঈদ মেলার আয়োজনও করছে সিটি করপোরেশন।
আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সোমবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।
পাঠকের মতামত
চাঁদ দেখে আর কি হবে ? চাঁদ দেখলেও কাল ঈদ, না দেখলেও কাল ঈদ। কালের ইতিহাসে ত্রিশটির বেশি রোজা হয়েছে কি ??
ঈদ মোবারক" মানবজমিন পরিবারের সকলের প্রতি রইলো পবিত্র ঈদুল ফিতরের স্পেশাল শুভেচ্ছা। সেই সাথে পৃথিবীর সকল মুসলমানকে জানাই আন্তরিক ভালোবাসা। এই দিন থেকে সবার জিবনে নেমে আসুক মহান আল্লাহ্ তায়ালা,র পক্ষ থেকে বিশেষ রহমতের ছায়া। মালিকের দয়ায় সকলের অভাব অনটন, দুঃখ কষ্ট, অশান্তি সহ সকল অশুভ দুর হয়ে যাক, সুখী ইমানদার জিবন ফিরে পাক সবাই। সুস্থ দেহ নিয়ে সবাই যেন বাকী জিবন কাটাতে পারি, ইমান নিয়ে কবড়ে যেতে পারি, ক্বিয়ামতের দিনে হাসরের মাঠে রব এর সামনে সম্মান সহ দাড়াতে পারি মহান আল্লাহ্ র কাছে সেই নিবেদন রইলো। পৃথিবীর সকল মুসলিম এবং সকল ধর্মের ভালো মানুষদের,কে মালিক ভালো রাখুন। বাংলাদেশ ও দেশের জনগনকে, দেশপ্রেমিক সকল দল ও নেতাদেরকে শত্রুর সকল অনিষ্ট থেকে হেফাজত করুন, নিরাপদ রাখুন, রহমতের বিশেষ এই দিনে সেই দরখাস্ত রইলো, আল্লাহু আমিন।