অনলাইন
রাজধানীতে কখন, কোথায় ঈদের জামাত
অনলাইন ডেস্ক
(২ দিন আগে) ৩০ মার্চ ২০২৫, রবিবার, ১১:১৩ পূর্বাহ্ন
চাঁদ দেখা সাপেক্ষে সোমবার অথবা মঙ্গলবার বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর প্রতিটি ঈদগাহ ও অধিকাংশ মসজিদে ঈদের নামাজের জামাতের আয়োজন সম্পন্ন করা হয়েছে।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আর আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজন করা হবে। শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের জামাতের সময়সূচিতে পরিবর্তন হলে তা গণমাধ্যমে সম্প্রচার করা হবে।
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায়। ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে নামাজ অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়, বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। কাজলারপাড়ের ভাঙ্গাপ্রেসে বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বলিভদ্র বাজার জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৮টায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে এই বিশ্ববিদ্যালয়ের তিনটা মসজিদে তিনটা জামাত অনুষ্ঠিত হবে। বুয়েট কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টায়, বকশি বাজার বায়তুস সালাম মসজিদে সকাল ৮টায় এবং আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। দক্ষিণ বাসাবো বালুর মাঠে ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। উত্তর শাহজাহানপুর-দক্ষিণ খিলগাঁওয়ের ঝিল মসজিদে জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।