অনলাইন
এবার পরিবার পরিকল্পনা অনুদান স্থগিত করছে ট্রাম্প প্রশাসন
মানবজমিন ডিজিটাল
(১ দিন আগে) ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ অপরাহ্ন

মঙ্গলবার থেকেই ফেডারেল পরিবার পরিকল্পনা অনুদান স্থগিত করছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। রিপ্রোডাক্টিভ হেলথ প্রোভাইডার প্ল্যানড প্যারেন্টহুড বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। এই অনুদান বন্ধের ফলে কম আয়ের লোকদের জন্য জন্ম নিয়ন্ত্রণ, ক্যান্সার চিকিৎসা এবং অন্যান্য পরিষেবাগুলো প্রভাবিত হতে পারে। প্ল্যানড প্যারেন্টহুড জানিয়েছে যে এর নয়টি সহযোগী শাখা ‘টাইটেল এক্স’ নামে একটি নোটিশ পেয়েছে। সেখানে তহবিল আটকে রাখার বিষয়টি জানানো হয়েছে। ১৯৭০ সাল থেকে দরিদ্রদের জন্য স্বাস্থ্য পরিষেবাগুলোকে সমর্থন করে আসছে রিপ্রোডাক্টিভ হেলথ প্রোভাইডার প্ল্যানড প্যারেন্টহুড। ওয়াল স্ট্রিট জার্নাল গত সপ্তাহে রিপোর্ট করেছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস প্ল্যানড প্যারেন্টহুডসহ পরিবার পরিকল্পনা অনুদানের একাধিক খাতে ২৭.৫ মিলিয়ন ডলার অবিলম্বে স্থগিত করার পরিকল্পনা করছে। প্ল্যানড প্যারেন্টহুডের ৩০০ টিরও বেশি শাখা এই নোটিশ পেয়েছে। তবে ট্রাম্প প্রশাসন কতটা অর্থায়ন বন্ধ করবে তা বলা হয়নি। হোয়াইট হাউস এবং হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস (এইচএইচএসে) এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি।
এইচএইচএসের একজন মুখপাত্র গত সপ্তাহে বলেছিলেন যে, বিভাগটি ডনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কথা মাথায় রেখে অনুদান প্রাপকদের তালিকা পর্যালোচনা করছে। প্ল্যানড প্যারেন্টহুডের প্রেসিডেন্ট এবং সিইও, অ্যালেক্সিস ম্যাকগিল জনসন আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই সিদ্ধান্তের ফলে ক্যান্সার শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়াবে,জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম মারাত্মকভাবে হ্রাস পাবে এবং এর ফলে যৌন সংক্রামিত রোগ বৃদ্ধি পাবে। জনসন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইলন মাস্ক তাদের বিপজ্জনক রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশব্যাপী জনগণের কাছ থেকে স্বাস্থ্যসেবার অ্যাক্সেস ছিনিয়ে নিচ্ছেন এবং এর জন্য যে ধ্বংসযজ্ঞ ঘটতে চলেছে তা নিয়ে তারা দ্বিতীয়বার চিন্তাভাবনা করছেন না।’
সরকারী সংস্থাগুলি থেকে ব্যয় কমানোর দায়িত্ব বিলিয়নেয়ার মাস্কের ঘাড়ে দিয়েছেন ট্রাম্প। রক্ষণশীলরা দীর্ঘদিন ধরে প্ল্যানড প্যারেন্টহুডের বিরোধিতা করে এসেছে, কারণ এটি গর্ভপাতকে সমর্থন করে। ১৯৭৭ সাল থেকে প্রায় সমস্ত গর্ভপাতের জন্য মার্কিন সরকারের অর্থায়ন নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র : রয়টার্স