বিনোদন
যেমন আছেন চাঁদনী
স্টাফ রিপোর্টার
৯ আগস্ট ২০২২, মঙ্গলবার
চাঁদনী। দীর্ঘদিন শোবিজ দুনিয়ার রঙিন ভুবনে জীবনযাপন। কখনো মডেল কখনো নৃত্যশিল্পী আবার কখনো অভিনেত্রী হিসেবে দর্শকদের মন জয় করেছেন তিনি। এই ৩টি পরিচয়ের মধ্যে যে পরিচয়টা তাকে এগিয়ে রাখে সেটা হচ্ছে নৃত্যশিল্পী। অভিনয়ের জন্য তিনি দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যদিও এখন অভিনয়ে খুব কম দেখা মেলে তার। ব্যক্তি জীবনে বয়ে যাওয়া ঝড় মোকাবিলা করে কীভাবে এগিয়ে যাচ্ছেন? হেসে চাঁদনী বলেন,
বিয়ে করে মনে হয় ভুলই করেছিলাম। মনে হয় সারা জীবন এর রেশ টানতে হবে। তবে পুরনো কাসুন্দি আর ঘাঁটতে ইচ্ছা করে না। যার সঙ্গে সংসার শুরু করেছিলাম হয়তো আমি তার যোগ্য ছিলাম না।
বিজ্ঞাপন
দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন আপনি।
কিন্তু পরবর্তীতে আপনাকে অভিনয়ে সেভাবে দেখা যায়নি কেন? চাঁদনী উত্তরে বলেন, সত্যি বলতে নাচ আমার আত্মার সঙ্গে এতটাই মিশে গেছে যে, অভিনয়ে পরে তেমন সময় দেয়া হয়নি। তাই বলে অভিনয়কে ভালোবাসি নাÑ তা কিন্তু নয়। আমি যখন যেটাই করি না কেন মন দিয়ে করি। এখনো ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করবো। বেশকিছু কাজের কথাও হচ্ছে। ব্যাটে-বলে মিললে করে ফেলবো।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]