খেলা
আমাদের জেতা উচিত ছিল, বললেন হামজা
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১১:১৪ পূর্বাহ্ন

বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করাকে এক পাশে রাখলে দুর্দান্তই খেলেছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম লেগে প্রত্যাশাও পূরণ করেছেন হামজা চৌধুরি। শেষ পর্যন্ত গোল না পেলেও নিজেদের জালও অক্ষত রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর হামজা বললেন, আমাদের জেতা উচিত ছিল।
ম্যাচ শেষে মিক্সড জোনে অভিষিক্ত হামজাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। শেফিল্ড ইউনাইটেডের এই ডিফন্সিভ মিডফিল্ডার মনে করেন, এদিন জয়টা তাদেরই প্রাপ্য ছিল। তিনি বলেন, ‘আমরা কিছু মিস করেছি। ফুটবলে মিস হতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লীগেও মিস হয়। ফলে এটা আমাদের মেনে নিতে হবে। এটা আমাদের জন্য খারাপ দিন ছিল। তবে আমাদের জেতা উচিত ছিল।’ প্রথমবার দেশের জার্সিতে মাঠে নামা অভিজ্ঞতা জানিয়ে এই ২৭ বছর বয়সী ফুটবলার বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি, এতে আমি গর্বিত। তবে এক ড্রতেই শেষ নয়। আমরা অনেক দূর যেতে চাই।’ মূল পর্বে খেলার আশা জানিয়ে বাংলাদেশ বস হাভিয়ের কাবরেরা সংবাদ সম্মেলনে বলেন, ‘অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট পেয়েছি। প্রথমার্ধে অনেক সুযোগ পেয়েও মিস করেছি। আমাদের জেতা উচিত ছিল। যাই হোক, আমরা এশিয়া কাপে খেলার আশা রাখি। আজকের পর সেটি সম্ভব মনে হচ্ছে। অভিষিক্ত হামজাকে নিয়ে এই স্প্যানিশ কোচ বলেন, ‘সে ভালো খেলেছে। যে পর্যায় থেকে এসেছে, সেই মান অনুযায়ীই খেলেছে। অন্যরা তাকে সহায়তা করেছে।’ ফিনিশিংয়ের ব্যর্থতা নিয়ে হতাশ থাকলেও ভারতের মাঠে গিয়ে এতগুলো সুযোগ তৈরি করাতে খুশি কাবরেরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাকিব, জনি, হৃদয় সবাই সুযোগ পেয়েছে। ইমনও সুযোগ পেয়েছে। সেট পিস থেকেও কিছু সুযোগ এসেছে। আমাদের সেরা সব স্ট্রাইকার আছে। অবশ্যই আমরা এই দিকটা নিয়ে আজ করব। অবশ্যই আমাদের আরও বেশি ফিনিশার দরকার।’ ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ভারত ছাড়াও আছে সিঙ্গাপুর ও হংকং। আগামী ১০ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে পরবর্তী ম্যাচ লাল সবুজের প্রতিনিধিদের।