খেলা
জন্মভূমির বিপক্ষে অভিষেকের অপেক্ষায় নিউজিল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটার
স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৫, বুধবার
পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আজ। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ইতিমধ্যে জিতে গেছে স্বাগতিকরা। সিরিজ শেষ হবার আগেই সোমবার ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়িয়ে ব্ল্যাক ক্যাপদের জাতীয় দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন মুহাম্মদ আব্বাস। তরুন এই ব্যাটারের আরেকটি পরিচয় হচ্ছে, তিনি পাকিস্তানের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আজহার আব্বাসের ছেলে। আব্বাসের জন্ম হয় পাকিস্তানের লাহোরে। জন্মভূমির বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকের অপেক্ষায় এই ডানহাতি ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ১৩ সদস্যের দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজেও কিউইরা পাচ্ছে না নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রকে। সবাই খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল)। সতীর্থদের সঙ্গে আইপিএলে দল না পেলেও সিরিজে নেই কেইন উইলিয়ামসন। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লীগটিতে ধারাভাষ্য দিচ্ছেন ব্ল্যাক ক্যাপদের এই অভিজ্ঞ ক্রিকেটার। আব্বাস ছাড়াও জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন টপ অর্ডার ব্যাটার নিক কেলি। অভিষেক হতে যাওয়া দু’জনই ঘরোয়া ক্রিকেটে খেলেন ওয়েলিংটনের হয়ে। আব্বাসের বাবা আজহার অকল্যান্ড দলে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট। বর্তমানে তিনি ওয়েলিংটনের সহকারী কোচ হিসেবে নিযুক্ত আছেন। এই ওয়ানডে সিরিজ দিয়ে দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আদিত্য অশোক। ২০২৪-২৫ মৌসুমের ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে ৭ ম্যাচে ১০ উইকেট নেন অশোক। কিউইদের এই লিস্ট ‘এ’ ক্রিকেটার বোলিং করেন ৪.৯২ ইকোনোমিতে। কনওয়ে আর রাচিন না থাকায় উইল ইয়ংয়ের সঙ্গে ওপেন করতে পারেন ৩১ বছর বয়সী কেলি। ফোর্ড ট্রফিতে ৯ ইনিংসে একশ’র বেশি স্ট্রাইক রেটে ৩২০ রান করেন তিনি। চলমান প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডে ১৪ ইনিংসে ৭৪৯ রান করে সর্বোচ্চ স্কোরার এই বাঁহাতি ব্যাটার। করেছেন চারটি সেঞ্চুরিও।
নিউজিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, উইল ইয়ং।