বিনোদন
ইসরাইলি বাহিনীর শিকার ফিলিস্তিনি নির্মাতা
বিনোদন ডেস্ক
২৬ মার্চ ২০২৫, বুধবার
অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’- এর সহ নির্মাতা হামদান বল্লালকে তুলে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী। এরপর থেকে তিনি নিখোঁজ। জানা যায়, ২৪শে মার্চ সশস্ত্র বসতি স্থাপনকারীরা হামদান বল্লালের মাথায় আঘাত করে। আর তখন তার মাথা থেকে রক্ত ঝরছিল। এরপর তাকে ইসরাইলি বাহিনীর হাতে তুলে দেয়া হয়।