বিনোদন
ঈদের দুই নাটকে তোরসা
স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২৫, বুধবার
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুটজয়ী রাফাহ নানজিবা তোরসা এবার ঈদে দু’টি নাটক নিয়ে হাজির হচ্ছেন। নাহিদ হাসনাত পরিচালিত ‘ফাগুন এভাবেও আসে’ নাটকে তোরসার সহশিল্পী দিব্য। এটি কাহিনী ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ‘শুভ কাজে দেরি করতে নাই’ নাটকে তার সহশিল্পী শামীম হাসান সরকার। চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে। এরপর কাহিনী ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটক দু’টি প্রযোজনা করেছেন খালেদ সজীব।