বিনোদন
বাস্তবের জুটি নেহা-প্রান্তর এবার নাটকে
স্টাফ রিপোর্টার
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
নিদ্রা নেহা, প্রান্তর দস্তিদার- বাস্তব জীবনে তারা স্বামী-স্ত্রী। ‘আন্তঃনগর’ সিরিজ পর্দায় তাদের একসঙ্গে করা প্রথম কাজ। দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তারা। ভক্ত অনুসারীদের অপেক্ষা ছিল বাস্তবের এই জুটিকে আবার কবে পর্দায় দেখা যাবে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বাস্তব জীবনের এই জুটির রসায়ন দ্বিতীয়বারের মতো দেখা যাবে ঈদে। এই আয়োজন করেছে পূর্ণতা ই-টেইনমেন্ট। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র রেজা মেধাবী এবং পরোপকারী। একটি দুর্ঘটনার মধ্যদিয়ে মিষ্টির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে একটি যোগাযোগের সম্পর্ক গড়ে ওঠে। একটা সময় মিষ্টি রেজাকে ভালোবেসে ফেলে। কিন্তু রেজা অন্যের উপকার করা এবং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। একটা সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়লেও একটি দুর্ঘটনা তাদের দু’জনকে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়। একটি ঘটনায় রেজাকে হত্যা মামলার আসামি করা হয় এবং আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এদিকে রেজার মুক্তির জন্য আইনি লড়াই চালিয়ে যান মিষ্টি। প্রেম আর ষড়যন্ত্রের এক অদ্ভুত মিথস্ক্রিয়ার গল্প ‘অপেক্ষা’। এতে দেখা মিলবে প্রান্তর দস্তিদার ও নিদ্রা নেহাকে। অদিতি করিমের লেখা এবং প্রীতি দত্তের পরিচালনায় নাটকটি প্রকাশ হবে আগামী ২৭শে মার্চ পূর্ণতা ই-টেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।