বিনোদন
দুই যুগ পর
বিনোদন ডেস্ক
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
২০০১ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মুম্বইয়ের অপরাধ জগতের অন্ধকারময় ছবি ‘চাঁদনী বার’। এবার দুই যুগ পর সেই ছবির সিক্যুয়েল ‘চাঁদনী বার ২’ তৈরি হচ্ছে। ১.৭৫ কোটি টাকায় মধুর ভাণ্ডারকর পরিচালিত ছবিটির স্বত্ব কিনেছেন পরিচালক সুদীপ্ত সেন। তবে এবার ছবিটি সুদীপ্ত একাই সামলাবেন নাকি ভাণ্ডারকরকেও দিবেন তা খোলাসা নয়। একইভাবে নায়িকা টাবু সিক্যুয়েলে থাকবে কিনা সেটাও পরিষ্কার নয়।