বিনোদন
সহসাই ফিরছেন না রচনা
বিনোদন ডেস্ক
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
কলকাতার সিনেমায় একসময় রাজত্ব করেছেন রচনা ব্যানার্জী। সম্প্রতি ক্যারিয়ারে নতুন যাত্রা শুরু করেছেন। রাজনীতিতে পা রেখেই সংসদ সদস্য তিনি। হুগলীর উন্নয়নের গুরুদায়িত্ব তার কাঁধে। বড় পর্দায় দেখা যাবে কিনা এ প্রশ্নের উত্তরে সম্প্রতি রচনা জানিয়েছেন, দেখা যাক। ভাবিনি কিছু। এই মুহূর্তে বলতে বললে বলবো আপাতত না। কারণ একদমই সময় নেই। আর ভবিষ্যতে বলতে পারছি না।