বিনোদন
অ্যাডভেঞ্চার গল্পে জোভান-তটিনী
স্টাফ রিপোর্টার
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
প্রেমিকাকে বিয়ের আসর থেকে তুলে সোজা সুন্দরবন নিয়ে যায় প্রেমিক! অথচ সেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে অন্তত এক বছর আগেই। সুন্দরবন অ্যাডভেঞ্চারের গল্পে নির্মিত হলো সিএমভি’র ঈদের নাটক ‘ফিরে দেখা’। মহিদুল মহিমের চিত্রনাট্য ও নির্মাণে এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়্যারা তটিনী।