অনলাইন
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে: তারেক রহমান
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে। সোমবার দলের মিডিয়া সেলের আয়োজনে ইফতার মাহফিলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে। মানুষ চায় দেশে স্থিরতা ফিরে আসুক। কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক। তাই সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যেকোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, ১৬ বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, তাদের এই ত্যাগকে বৃথা যেতে দেয়া যাবে না।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক হবে না।
পাঠকের মতামত
গত ১৭ বছর নিজেদের নেত্রীর বিদেশে চিকিৎসার জন্য সামান্য অনুমতি টুকু আদায় করতে অক্ষম দল, তাই বিএনপি এখন একটা জনসমর্থনহীন পংগু দল !???
বর্তমানে পুরো দেশ টা ই রাজাকার এবং সমন্বয়ক নামক কতিপয় প্রতিবন্ধীর খপ্পরে পড়েছে।