প্রথম পাতা
সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে
স্টাফ রিপোর্টার
২৪ মার্চ ২০২৫, সোমবার
জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল রাজধানীর সেনামালঞ্চে আন্দোলনে আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই প্রতিশ্রুতি দেন। বলেন, আজকে আমরা এই আহত যোদ্ধাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। এর উদ্দেশ্য হচ্ছে সবাইকে মনে করিয়ে দেয়া যে, আমরা সব সময় তাদের পাশে থাকবো, তাদের সাথে থাকবো।
সেনাপ্রধান বলেন, এখানে ব্যবসায়ী এবং উদ্যোক্তারা আছেন, ব্যাংকার্সরা উপস্থিত রয়েছেন, তারা সবাই টাকা দিয়েছেন। ডিজিএফআই টাকা দিয়েছে, এসএসএফ আপনাদের জন্য অর্থ দান করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে টাকা খরচ করা হচ্ছে। এই চেষ্টা আমাদের সব সময় জারি থাকবে। আমাদের চেষ্টা থাকবে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। আপনারা মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনারা এই জাতির কৃতী সন্তান। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিশ্রুতি দিচ্ছি সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, আহতদের অনেকেই চলাফেরা করতে পারেন না, দেখতে পারেন না। আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। ৪২০০ জনের উপরে আহতদের আমরা চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। এটা সব সময় জারি থাকবে ইনশাআল্লাহ।