ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিভক্ত হয়ে পড়েছে ঘাটাইলের শিক্ষকরা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
৮ আগস্ট ২০২২, সোমবার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে শিক্ষকরা। দুই পক্ষ মিলে একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি মানববন্ধন, অভিযোগপত্র দায়ের, মানহানি মামলাসহ বিভিন্ন  কর্মসূচি পালন করে আসছে। এতে চরম উত্তেজনা বিরাজ করছে।  জানা গেছে, গত ১৭ই জুলাই শিক্ষক মো. আনোয়ার হোসেন, অর্চনা পাল, রশিদুল ইসলাম, হুমায়ুন কবির ও মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বর্তমান শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে পত্র দায়ের করেছেন। গত ৪ঠা আগস্ট মানববন্ধনও করেছেন। অপর দিকে ২৮শে জুলাই সমিতির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘাটাইল থানা আমলী আদালত, টাঙ্গাইল বরাবর একটি মানহানির মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন আকন্দ, অর্চনা পাল, রশিদুল ইসলাম, মো. হুমায়ুন কবির ও শফিকুল ইসলামকে।  এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ বলেন, মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষক মণ্ডলী কেন নিজেদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে রাস্তায় দাঁড়াবে, মানহানিকর বক্তব্য দিবে। সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন অভিযোগপত্র দায়ের করবে। সমিতি কখনোই এক হাজারেরও বেশি সদস্যদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করতে পারবে না।

বিজ্ঞাপন
আমি বলতে পারি সমিতির কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ বর্তমান কেবিনেটের সদস্যরা করেনি। সমিতির সভাপতি এমরান হোসেন বলেন, হুমায়ুন-শফিক সাহেব ২০১০ সালে সভাপতি সম্পাদক হিসেবে সমিতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার সঙ্গে জড়িয়ে পড়েন। সমিতির অর্থ নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন। ইটভাটায় দাদন দিয়ে সুবিধা আদায় ও গ্রামীণ ব্যাংক বেলদহ শাখায় সমিতির অর্থ ফিক্সড ডিপোজিট করে বলে অভিযোগ রয়েছে। ওই সময় তাদের দুর্নীতি ও অনিয়মের কথা বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রচার করে। পরবর্তীতে শিক্ষকদের তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় তিনি সমিতির আয় ও ব্যয়ের কে নো হিসাব বুঝিয়ে দেননি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status