বিনোদন
পাল্টা কটাক্ষের শিকার জয়া
বিনোদন ডেস্ক
২২ মার্চ ২০২৫, শনিবার
২০১৭ সালে মুক্তি পায় অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবি। সে সময় ছবিটির নাম নিয়ে কটাক্ষ করে জয়া বচ্চন বলেন, যে সিনেমার নাম এ রকম বিশ্রী তা আমি কখনো দেখতে যাবো না। আপনারা ক’জন যাবেন? এই কথা শুনে অক্ষয়ের অনুরাগীরা পাল্টা তাকে কটাক্ষ করে বলেন, আপনার ছেলে অভিষেক বচ্চনের সিনেমা ক’জন দেখে?