ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সমস্যায় জর্জরিত পঞ্চগড় পৌরবাসী

পঞ্চগড় প্রতিনিধি
৮ আগস্ট ২০২২, সোমবার

৫ বছর ধরে পঞ্চগড় পৌর এলাকায় নতুন নির্মাণ ও সংস্কারমূলক কাজ বন্ধ রয়েছে। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে কাজ করতে না পারার জন্য বেশির ভাগ সড়ক খানাখন্দকে ভরে যাওয়াসহ ড্রেনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে পৌরবাসীর দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে।  জানা যায়, কায়েতপাড়া স্টেডিয়াম মোড় থেকে পঞ্চগড় বাজার পর্যন্ত সড়কের পিচ ঢালাই উঠে অধিকাংশ স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামের উত্তর পার্শ্বে বন বিভাগের সামনের সড়কে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি লেগে থাকছে। এই সড়ক দিয়ে চলাচলকারী সকল মানুষ দুর্ভোগে পড়ছেন। এ ছাড়া বানিয়াপট্টি থেকে কামাতপাড়া, সিনেমা হল রোড থেকে রাজনগর, বকুলতলা থেকে তুলারডাঙ্গা, ধাক্কামারা পুরনো সড়ক ভবন থেকে নিমনগর সড়কসহ প্রায় প্রতিটি সড়কের এখন বেহাল দশা। এ বেহাল দশার কারণে রিকশা-ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে। এজন্য কেউ কেউ নিম্নমানের কাজকে দায়ী করছে। পৌর এলাকায় জালাসী মোড় থেকে হাঁড়িভাসা সড়কের সংযোগস্থলে একটু বৃষ্টি হলেই সড়কের ওপর হাঁটু পানি জমে থাকে।

বিজ্ঞাপন
দু’পাশে পানি নিষ্কাশনের ড্রেন থাকলেও সড়কের চেয়ে অনেক উঁচুতে ড্রেন নির্মাণ করায় বৃষ্টির পানি ড্রেনে না গিয়ে সড়কেই জমে থাকছে। পৌরসভার একজন কর্মকর্তা বলেন, বর্তমান মেয়র জাকিয়া খাতুন নির্বাচনের সময় সমস্যায় জর্জরিত ভোটারদের নানা প্রতিশ্রুতি ও স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের পর চ্যালেঞ্জের মুখে পড়েছেন।  পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বলেন, পৌর এলাকাকে আধুনিক সৌন্দর্য মণ্ডিত ও জনগণের সমস্যা নিরসনের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমি দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত প্রয়োজনীয় বরাদ্দ পাইনি। বিভিন্ন প্রকল্পে বরাদ্দের জন্য চাহিদাপত্র জমা দেয়া হয়েছে। এগুলো ছাড়ের জন্য চেষ্টা করছি। আশা করি চলতি অর্থবছরে বরাদ্দ পাবো। পেলে কার্যক্রম শুরু করা হবে।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status