বিনোদন
এলো ‘জংলি’র নতুন গান
স্টাফ রিপোর্টার
২২ মার্চ ২০২৫, শনিবার
আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘জংলি’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল এবং কনা। প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির শিরোনাম ‘বন্ধুগো শোনো’। গানটি সম্পর্কে অভিনেতা সিয়াম আহমেদ বলেন, আমি আর বুবলী দু’জনই নাইন্টিজ কিড। তাই নাইন্টিজের মতো সহজিয়া কথা ও সরল সুরের একটা ভালোবাসার গান আমরা করতে চেয়েছিলাম। সেখান থেকেই প্রিন্স ভাই আমাদের উপহার দিলেন ‘বন্ধুগো শোনো’ গানটি।