বিনোদন
অন্য এক পলাশ
স্টাফ রিপোর্টার
২২ মার্চ ২০২৫, শনিবার
তানিম রহমান অংশু পরিচালিত থ্রিলার টেলিছবি ‘খালিদ’ এ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ইতিমধ্যে এর টিজার প্রকাশ পেয়েছে। যেখানে কিলার লুকে ধরা দিয়েছেন পলাশ। সচরাচর ধারার বাইরের এক রূপে ধরা দিয়েছেন তিনি। টেলিছবিটি আগামী ঈদে প্রকাশ পাবে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে। এতে আরও অভিনয় করেছেন সাফা কবির, শতাব্দী ওয়াদুদ, তানিয়া আহমেদ প্রমুখ।