বিনোদন
হয়রানির বিরুদ্ধে ফারিয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার
২১ মার্চ ২০২৫, শুক্রবার
ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি নিয়মিত। ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত তিনি। সম্প্রতি সেই অনুষ্ঠানে একমঞ্চে শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিন হাসান তামিমসহ অনেক তারকা হাজির হয়েছিলেন। সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপে দেখা যায় ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন ফারিয়া। এই ভিডিও ক্লিপে অভিনেত্রীকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াবো না। আমাকে খাটো লাগবে! তামিম ভাইয়া তুমি আসো। আর এই ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে আপত্তিকর মন্তব্য করে বসেন এক তরুণ। বিষয়টির প্রতিবাদ করে তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট দেন ফারিয়া। পোস্টে যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে প্রতিবাদ জানান তিনি। টেগ করেন সেই যুবক যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠানকেও। এর পরই সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাকিবুল হাসান নামের সেই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, এ নিয়ে ইতিমধ্যে আমাদের সুরক্ষা কমিটির তদন্ত চলছে এবং প্রতিষ্ঠানটির নীতিমালার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রতিষ্ঠানটির দ্রুত পদক্ষেপের প্রশংসা করে শবনম ফারিয়া পাল্টা পোস্ট করে তাদেরকে ধন্যবাদ জানান এবং সবাইকে হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান করেন।