বিনোদন
ঈদেও অপূর্ব-নিহা জুটি
বিনোদন ডেস্ক
২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছিল জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব-নিহা অভিনীত নাটক ‘মন দুয়ারী’। নাটকটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। ঈদে আবারো ফিরছে ‘মন-দুয়ারী’ টিমের নতুন নাটক ‘মেঘ বালিকা’। জাকারিয়া সৌখিনের পরিচালনায় এই নাটকটিতে জুটি হয়েছেন অপূর্ব-নিহা। নির্মাতা জানান, ‘মন-দুয়ারী’র মতো ‘মেঘ বালিকা’ নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক গল্প।