খেলা
৩৭০ দিন পর শান্তর সেঞ্চুরি শীর্ষস্থান ধরে রাখলো আবাহনী
স্পোর্টস রিপোর্টার
১৯ মার্চ ২০২৫, বুধবার
রান খরায় ভুগছিলেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দল থেকে ঢাকা প্রিমিয়ার লীগ কোথাও ব্যাট হাসছিলো না তার। অবশেষে রানের দেখা পেলেন আবাহনী অধিনায়ক, সেটা পরিণত করলেন সেঞ্চুরিতে। লিস্ট ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেলেন এক বছরেরও বেশি সময় পর। তার রানে ফেরার দিনে লিজেন্ডস অফ রুপগঞ্জকে হারিয়ে লীগে শীর্ষস্থান ধরে রাখলো আবাহনী।
রান তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় আবাহনী। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর জিসান আলমের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন অধিনায়ক শান্ত। ৪৬ বলে ৪৩ রান করে আউট হন জিসান। একদিকে বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মধ্যে থাকলেও আরেক দিকে সেঞ্চুরি তুলে নেন নাজমুল। এরপর মিঠুনের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন শান্ত। ৩৭ বলে ৩৪ রান করে ফেরেন মিঠুন।
লিস্টুএ ক্রিকেটে নিজের ১৩তম সেঞ্চুরি তুলে নিয়ে ১০৮ বলে ১০১ রান করে ফেরেন শান্ত। শান্ত এর আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন ২০২৩ সালের ১৩ই মার্চ। সেদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ রান করেন এই বাঁহাতি ব্যাটার। ৩৭০ দিন পর ফের পেলেন সেঞ্চুরির স্বাদ। শান্ত যখন আউট হন তখনও জয় থেকে ৮৭ রান দূরে আবাহনী। এরপর মুমিনুল হকের ৩২ বলে ৩৫ ও মাহফুজুর রহমানের ২৫
বলে ৩১ রান আবাহনীকে জয় এনে দেয়। রূপগঞ্জের হয়ে শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করতে নামা লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন সাইফ হাসান। তবে তার জন্য তাকে খেলতে হয় ১০৭ বল! ৫৪ বলে ৫৮ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। আবাহনীর হয়ে দুটি করে উইকেট নেন নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন।
জয়ে ফিরলো প্রাইম ব্যাংক
টানা দুই ম্যাচ হারের পর আবার জয়ের স্বাদ পেলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে ৩০৮ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ৪৯.৫ ওভারে ২৫৩ রানে অলআউট হয় ধানমন্ডি ক্লাব।