ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

খুলনায় বিস্ফোরক মামলার আসামিদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
৮ আগস্ট ২০২২, সোমবার

খুলনার ডুমুরিয়ায় ষড়যন্ত্রমূলক বাড়িতে বোমা সদৃশ বস্তু লুকিয়ে রেখে ৯৯৯-এ ফোন করে নিজেরাই ফেঁসে যাওয়া আলোচিত বিস্ফোরক দ্রব্য আইনের মামলার দুই আসামি জামিনে বের হয়েছে। তারা ভুক্তভোগী মোরশেদ সরদার ও তার পরিবারকে জীবননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীরা থানায় জিডি করেছেন। ডুমুরিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। পুলিশ জানায়, ডুমুরিয়া ধামালিয়া গ্রামে পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টার ঘটনায় সরদার মাশরুক হাসান বুলুর দায়ের করা মামলার সাক্ষী মোরশেদ সরদারসহ চারজন। তদন্তে সত্যতা পাওয়ায় ১৯শে জুন মামলায় মাশরুক হাসান বুলুর পক্ষে প্রতিবেদন দেয় পিবিআই। এ ঘটনায় অভিযুক্ত এস কে বাকারের সহযোগী গ্রাম্য চিকিৎসক হরিদাশ মণ্ডল সাক্ষী মোরশেদসহ চারজনকে ভয়-ভীতি দিয়ে ‘তদন্তে তারা মিথ্যা সাক্ষী দিয়েছে’ মর্মে স্ট্যাম্পে স্বাক্ষর করতে চাপ দেন। কিন্তু তারা রাজি না হওয়ায় ১৫ই জুলাই মোরশেদ সরদারের বাড়িতে ১৫টি জর্দার কৌটায় লাল টেপ প্যাঁচানো বোমা সদৃশ বস্তু রেখে ৯৯৯-এ কল দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে ও প্রযুক্তিনির্ভর তদন্তে এ ঘটনায় হরিদাশ মণ্ডলের সম্পৃক্ততা খুঁজে পায়। এরপর ২১শে জুলাই পুলিশ বাদী হয়ে ডুমুরিয়া থানায় হরিদাশ মণ্ডল, জাহিদ সরদার রিমু, নজির মোল্লা ও হুমায়ুন কবিরসহ ছয়জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে।

বিজ্ঞাপন
২১শে জুলাই পুলিশ মামলার আসামি নজির মোল্লা এবং হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে। পরে ২২শে জুলাই র‌্যাব বিস্ফোরক মামলার আসামি হরিদাশ মণ্ডল ও জাহিদ হাসান রিমুকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। এদিকে গত শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ধামালিয়া গ্রামের সরদার মাশরুক হাসানের মেয়ে ড. তাজিয়া সরদার জানান, স্পর্শকাতর বিস্ফোরক মামলার আসামি হরিদাশ মণ্ডল ও জাহিদ হাসান রিমুকে জামিনে বাইরে বের হয়ে আবারো জীবননাশের হুমকি দিচ্ছে। নিরাপত্তার জন্য মোরশেদ সরদার ২৭শে জুলাই ডুমুরিয়া থানায় জিডি করেন। পুলিশ জিডির বিষয়ে তদন্তের জন্য আদালতে আবেদন করলেও আদালত কোনো সিদ্ধান্ত দেননি। আলোচিত বিস্ফোরক মামলার আসামিরা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। ফলে ভুক্তভোগীরা আতঙ্কে দিন পার করছে। সংবাদ সম্মেলনে বিস্ফোরক মামলার আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status