বিনোদন
আপত্তি কঙ্কনার
বিনোদন ডেস্ক
১৯ মার্চ ২০২৫, বুধবার
একটি ব্র্যান্ডের প্রচারে গত সোমবার কলকাতায় আসেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। প্রচারের অংশ হিসেবে সেখানে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতা পাঠ পড়ানোর বিষয়ে নিজের মতামত তুলে ধরেন অভিনেত্রী। আর সেখানে তিনি প্রচলিত পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে আরও একবার প্রশ্ন তুলেন। এর আগেও এই বিষয়ে একাধিকবার কথা বলেছেন তিনি। এর পাশাপাশি তার মা, পরিচালক, অভিনেত্রী অপর্ণা সেনের এক বিশেষ স্বভাবের কথাও সবার সামনে তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে সমাজের পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে ফেলেন কঙ্কনা। বলেন, আমাদের সমাজে প্রচলিত ধারণা রয়েছে যে নারীরাই বাড়ির রান্নাঘরের কাজ করবেন, বাড়ির পরিচ্ছন্নতা রক্ষা করবেন। পুরুষরা খালি খাবার খেয়ে উঠে যাবেন। থালাটিও পরিষ্কার করেন না। এই বিষয়টা নিয়ে আমার ঘোর আপত্তি রয়েছে। আমি নিজে নিজের সমস্ত কাজ করতে পছন্দ করি এবং ছেলেকেও সেই শিক্ষা দিচ্ছি। পরিচ্ছন্নতা বিষয়টি কখনো নারীকেন্দ্রিক হতে পারে না। নারী-পুরুষ নির্বিশেষে সকলের তা মানা উচিত। এ ছাড়া শৈশবের স্মৃতি আঁকড়ে কঙ্কনা বলেন, পরিচ্ছন্নতা এবং নিজেকে সাজিয়ে রাখার ব্যাপারে এক অদ্ভুত নৈপুণ্য ছিল অপর্ণা সেনের। বাড়ি থেকে বের হওয়ার আগে বা ফেরার পরে একটি নির্দিষ্ট রুটিন ফলো করতেন তিনি। তার বাইরের কাজের তুলনায় ঘরের কাজ বেশি নজর কাড়তো আমার। এ ছাড়া তিনি আমার ওপর বাড়ির বাজার, ধোপার হিসাব রাখার ভার দিয়েছিলেন। ছোটবেলায় এই দায়িত্বগুলো পেয়ে নিজেকে ধন্য মনে হতো। এখন মনে হয় মায়ের এই শিক্ষাগুলোই আমাকে সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে।