বিনোদন
এবার ছোটকাকুর ‘মিশন মুন্সীগঞ্জ’
স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৫, বুধবার
ফরিদুর রেজা সাগর-এর লেখা জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ছোটকাকু। এবার ঈদে চ্যানেল আইয়ের পর্দায় মুক্তি পেয়ে যাচ্ছে ছোটকাকুর নতুন সিরিজ ‘মিশন মুন্সীগঞ্জ’। অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন নির্মাণ করে থাকেন এই টেলিভিশন নাটক। ঈদের দ্বিতীয়দিন সন্ধ্যায় প্রচার হবে সিরিজটির প্রথম পর্ব। ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে এটি। গল্পে দেখা যাবে, দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় খুন হলেন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে একজন চিকিৎসক, তৃতীয় খুনটা হলো ফেনীতে একজন রাজনীতিবিদের। মজার ব্যাপার হলো- তিনজনই এক সময় মুন্সীগঞ্জে ছিলেন। কাহিনী জট পাকিয়ে যায়। সব খুনের রহস্য উদ্ঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সীগঞ্জে। যেখানে ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। তিনি বলেন, ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে, আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তা ভাবনাগুলো বদলায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা। ধারাবাহিকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা প্রমুখ।