বিনোদন
শাহরুখ বনাম আল্লু অর্জুন
বিনোদন ডেস্ক
১৯ মার্চ ২০২৫, বুধবার
বলিউডের বাদশাহ শাহরুখ খান পুনরায় খলনায়ক হয়েই ফিরতে চলেছেন। জানা গেছে, দক্ষিণী পরিচালক সুকুমারের আগামী ছবিতে তিনি ভিলেন হতে চলেছেন। আর এই ছবিতে নায়ক ‘পুষ্পারাজ’খ্যাত আল্লু অর্জুন। গ্রামের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। সেখানে ‘অ্যান্টি হিরো’ শাহরুখ। গ্রামের মেঠো চরিত্রে দেখা মিলবে তার।