বিনোদন
১০ লাখ টাকা জেতার সুযোগ
স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৫, বুধবার
চিত্রনাট্য জমা দিয়ে ১০ লাখ টাকা জেতার সুযোগ করে দিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। প্রথমবারের মতো ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবে এশিয়ার সব দেশের তরুণ নির্মাতারা প্রজেক্ট জমা দিতে পারবেন। আগামী ১লা এপ্রিল থেকে উৎসবের অফিশিয়াল সাইটে চিত্রনাট্য জমা দেয়া যাবে। যেখান থেকে ১০টি গল্প বাছাই করে আন্তর্জাতিক বিচারকদের কাছে পিচ করা হবে এবং তিনটি চিত্রনাট্য পাবে পুরস্কার।