বিনোদন
গডফাদার না থাকাটা চ্যালেঞ্জিং
বিনোদন ডেস্ক
১৯ মার্চ ২০২৫, বুধবার
অনুজ সিং দুহানকে সর্বশেষ ‘সুপারবয়েজ অফ মালেগাঁও’-এ দেখা গিয়েছে। সম্প্রতি তিনি মুম্বইয়ে কাজ পাওয়া প্রসঙ্গে বলেন, মুম্বইয়ে পরিচিতি না থাকলে কাজ পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং। আউটসাইডারের সঙ্গে কেউ দেখা করতে চান না। পুরো শহরে অনেক ভালো অভিনেতা আছেন। তাই গডফাদার বা কানেকশন না থাকাটা খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে।