প্রথম পাতা
জাতীয় ঐক্য গড়তে অনানুষ্ঠানিক আলোচনা কি শুরু হয়ে গেল?
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
অনানুষ্ঠানিক আলোচনা-পর্ব কি শুরু হয়ে গেল? সংশ্লিষ্ট সূত্রগুলো এমন ইঙ্গিতই দিচ্ছে। সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ সদস্যরা কোনো পূর্বঘোষণা ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গত এক সপ্তাহে ভিন্ন ভিন্ন দিনে এ বৈঠকগুলো হয়েছে।
কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ ও সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ইতিমধ্যেই দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সংস্কার প্রক্রিয়া নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন। এসব আলোচনায় তারা মূলত বুঝতে চেয়েছেন যে, সংস্কার কমিশনসমূহের কোন্ কোন্ সুপারিশ নিয়ে বড় দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। এ ছাড়া সংস্কারের বিষয়ে দলগুলোর সামগ্রিক মনোভাব জানা এবং সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে ঐকমত্য কমিশন তথা সরকারের দৃষ্টিভঙ্গি জানানোর লক্ষ্যেই এসব অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
সূত্র জানায়, গতকাল পর্যন্ত এ ধরনের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, এবি পার্টিসহ আরও কয়েকটি দলের সঙ্গে।
এ বিষয়ে ঐকমত্য গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার মানবজমিনকে বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ সামগ্রিক প্রক্রিয়ারই অংশ। কিন্তু সংস্কার কার্যক্রমকে পরবর্তী ধাপে এগিয়ে নেয়ার লক্ষ্যে কমিশনের সঙ্গে রাজনৈতিক দল ও শক্তিসমূহের আনুষ্ঠানিক আলোচনা পর্ব আগামী ২/৩ দিনের মধ্যেই শুরু হতে পারে।
পাঠকের মতামত
এই মুহূর্তে জাতীয় ঐক্য গঠনপূর্বক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।
মিসেস তুলসি হয়তো ভুলেই গেছেন এটা ভারত বর্ষ না যুক্তরাষ্ট্র না এটা বাংলাদেশ এর আলাদা একটা ঐতিহ্য গন্ধ চেতনা যুগ যুগ ধরে বয়ে এসেছে খপ করে গিলে খাওয়ার জায়গাটা না সম্প্রদায়িকতা ছড়িয়ে দিয়ে ফায়দা লোটার জায়গা বাংলাদেশের মাটি না কখনোই না।
ড. ইউনুসকে কিভাবে দীর্ঘদিন রাখা যায় সেই ফর্মুলা বের করা দরকার। অন্য কেউ আসলে আন্তর্জাতিক চাপ সামলাতে পারবে না।
বস্তা পচা হাসিনা মার্কা রাজনীতি পেছনে ফেলে নতুন যুগের নাগরীক ও বিশ্বের উপযোগী জাতীয় ঐক্যের বিকাশ চাই।
We want first & last reform &reform.....and finally Caretaker gov.should include permanently in constitution for each MP election.
এই ঐক্যমত অটুট থাকুক। বিভাজনের রাজনীতি নিপাত যাক।
দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে ( স্বাধীনতার সপক্ষের শক্তিকে) বাইরে রেখে জাতীয় ঐক্য গড়ার কোন সুযোগ নেই। এতে জাতীয় বিভক্তি আরও প্রকট হবে।
It's a very good efforts in reaching to a consensus in performing reforming of national issues.
উনারা সংস্কার করতে করতে আবার যেন এই ফাকে রাষ্ট্রটি বেহাত না হয়ে যায়। সংবাদে প্রকাশিত তুলসী গ্যাবার্টের কথাবার্তা সুবিধার মনে হয় নাই, খারাপ কোন ইংগিত বহন করে। এর আগে জংগী নিধনের নামে নিরপরাধ মুসলিম হত্যা করে এদেশে বহু নাটক দেখানো হয়েছে, আবার তা শুরু হোক এমনটি আমরা আর কখনোই চাইনা।