খেলা
নাহিদের পিএসএল-এ যাওয়া উচিত বলে মনে করেন শান্ত
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৭ মার্চ ২০২৫, সোমবার, ৩:৫৫ অপরাহ্ন

আগামী ১১ই এপ্রিল শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দশম আসর। সেখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদ নিতে অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের নাহিদ রানা। তবে এই টাইগার পেসারের খেলতে যাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত মনে করেন, দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে খেলা উচিত নাহিদের।
নাহিদের খেলার কথা রয়েছে পেশোয়ার জালমি দলে। আগামী ১৫ই এপ্রিল দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সিলেট ও চট্টগ্রামে যথাক্রমে ২০ ও ২৮ তারিখে শুরু হওয়া ম্যাচ দু’টিতে দলে থাকলে পিএসএলের শুরু থেকে খেলার সুযোগ পাবেন না এই ডানহাতি পেসার। তিনি ছাড়াও পিএসএলে দল পেয়েছেন লিটন কুমার দাস (করাচি কিংস) ও রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স)। তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানান, তারা কেউই এখনও বোর্ডের কাছে অনাপত্তিপত্রের আবেদন করেননি। আপাতত ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন নাহিদ। দলের নেতৃত্বে আছেন নাজমুল হাসান শান্ত।
সোমবার মিরপুরে সাংবাদিকদের সামনে বাংলাদেশি অধিনায়ক বলেন, ‘আমি মনে করি (নাহিদের) এই ধরণের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্যই খেলা উচিত। কিন্তু এটি নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক.. সবকিছুর ওপর।’ ফ্র্যাঞ্চাইজি লীগের গুরুত্বের কথা মনে করিয়ে শান্ত বলেন, ‘আমি মনে করি যদি বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোয় আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটি অভিজ্ঞতা হবে। আশা করব, এ ধরণের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’
সম্প্রতি টানা খেলার ধকল নিয়ে আলোচনায় আসেন নাহিদ। বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে একের পর এক ম্যাচ খেলে ক্লান্তির ছাপ দেখা যায় তার বোলিংয়েও। এ নিয়ে কথা বলেন জাতীয় দলের কোচ ফিল সিমন্সও। তবে এদিক থেকে সুখবর দিয়ে রাখলেন শান্ত। জানালেন, ওয়ার্কলোডের ব্যাপারটি মাথায় রেখেই খেলার পরিকল্পনা সাজিয়েছে আবাহনী। গতির পসরা সাজানো নাহিদকে নিয়ে আশার বার্তা দিয়ে বাঁহাতি এই ব্যাটার যোগ করেন, ‘সে (দেশের ক্রিকেটের) খুব ভালো সম্পদ। বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে কীভাবে কথাবার্তা হচ্ছে আমরা দেখছি। সবচেয়ে ভালো দিকটি হচ্ছে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছে, তারা খুব ভালোভাবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট মেইনটেইন করছে। সে ওভাবেই ম্যাচ খেলছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত ফিট আছে।’