বিনোদন
ভেঙে ফেলা হচ্ছে ‘পূরবী’ সিনেমা হল
স্টাফ রিপোর্টার
১৭ মার্চ ২০২৫, সোমবার
চলচ্চিত্রের নির্মাণ দিন দিন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহের সংখ্যাও কমেছে। ময়মনসিংহ শহরে একসময় পাঁচটি সিনেমা হল ছিল। অজন্তা, ছায়াবাণী, অলকা, পূরবী ও সেনা অডিটোরিয়ামে সিনেমা দেখতে দর্শকদের ভিড় লেগে থাকতো। বর্তমানে চলচ্চিত্রের এমন বেহাল দশার কারণে একে একে বেশ কয়েকটি হল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ‘ছায়াবাণী’ ও ‘পূরবী’ সবশেষে টিকে ছিল। এখন কেবল বাকি রইলো ‘ছায়াবাণী’। ‘পূরবী’ সিনেমা হল ভেঙে ফেলা হচ্ছে। সে জায়গায় মার্কেট বানানোর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। ২০০২ সালের ৭ই ডিসেম্বর ময়মনসিংহের সিনেমা হল একযোগে কেঁপে উঠেছিল। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি, ছায়াবাণী, অজন্তা, অলকা ও পূরবী সিনেমা হলে বোমা হামলা চালিয়েছিল। সেই সময়ে নারী, শিশুসহ ১৭ জন নিহত হন। দুই শতাধিক নিরীহ মানুষ আহত হয়েছিল। স্বাধীনতার পরপরই ‘পূরবী’ হলটি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে জমির উদ্দিনের মালিকানা ছিল। কিন্তু ২০০২ সালে হলটিতে বোমা হামলার পর আব্বাস উদ্দিন এটি কিনে নেন। এতদিন তিনিই চালিয়েছেন। হলটিকে ভাঙার বিষয়ে হলটির ব্যবস্থাপক কাজী দেলোয়ার বলেন, গত মাস থেকে আমরা হলটিকে ভাঙছি। এখানে মার্কেট হবে। মার্কেটের নিচতলায় সিনেপ্লেক্স করার পরিকল্পনা আছে। কিন্তু তা হতে চার-পাঁচ বছর লাগবে।