অনলাইন
ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা ৪ লাখ করার সুপারিশ সিপিডি’র
অর্থনৈতিক রিপোর্টার
(১ মাস আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা ৪ লাখ পর্যন্ত করার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে এই সংবাদ সম্মেলন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও গবেষক মুনতাসীর কামাল প্রমুখ।
ফাহমিদা খাতুন বলেন, ‘জুলাই-ফেব্রুয়ারি সময়ে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছিল। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির তুলনায় খাদ্য মূল্যস্ফীতির হার বেশি। এছাড়া, শহরের চেয়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার অনেক বেশি। সাধারণ মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। এ পরিস্থিতিতে করমুক্ত আয়সীমা বাড়ানো যৌক্তিক বলে আমরা মনে করি। আগামী অর্থবছর এটি বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা উচিত।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আগামী জুন শেষে মূল্যস্ফীতির হার ৭-৮ শতাংশে এ নামিয়ে আনার যে পরিকল্পনার কথা বলেছে, সেটি অর্জন করা অসম্ভব হবে।’
পাঠকের মতামত
ভারতে আয়কর মুক্ত সীমা ১২ লাখ রুপি।
মিনিমাম ৬ লক্ষ করার দাবী জানাই। কারণ, বর্তমানে মাসে ৫০ হাজার করে আয় করলেও তা দিয়ে বাড়িভাড়া, সন্তানদের পড়ালেখা খরচ বাদ দিয়ে বাকী টাকা দিয়ে মাস চলেনা। এই হিসেবে সেই টাকা থেকে ট্যাক্স দিতে হলে অনেক দরকারী খরচ করা যায়না। দয়া করে ভেবে দেখবেন। রাজনৈতিক সরকার আমাদের জন্য কিছুই করবেনা। ইউনুস সরকারের প্রতি আমাদের আশা অনেক।
Home Rent, Bus rent, Electricity bill, water bill, Gas bill, Mobile cost. Vat , Tax , Manush Chaay kanoo ?