খেলা
নারী বিশ্বকাপের বাছাইপর্ব
জ্যোতিদের অভিযান শুরু ১০ই এপ্রিল
স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৫, শনিবার
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ আগেই হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন ভারত বিশ্বকাপে জায়গা করতে তাই নিগার সুলতানা, নাহিদা আক্তারদের খেলতে হবে বাছাইপর্বে। গতকাল এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগে আগামী মাসে অনুষ্ঠেয় এই বাছাইপর্বের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাউন্ড রবিন পদ্ধতিতে হবে এবারের ৬ দলের বিশ্বকাপ বাছাই পর্ব। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুটি দল জায়গা করে নেবে ভারত বিশ্বকাপ। বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়াও বাছাইপর্বে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। আগামী ১০ই এপ্রিল নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ১৩ই এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ই এপ্রিল স্কটল্যান্ড, ১৭ই এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯শে এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
অক্টোবরে হতে যাওয়া নারী বিশ্বকাপে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এদিকে পাকিস্তান যদি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে তাহলে তারা ভারতে খেলতে যাবে না। তখন পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভিন্ন ভেন্যুতে।