বিনোদন
সুখবর দিলেন আলিয়া
বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২৫, শনিবার
বলিউডের ময়দানে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট। এবার বলিউডের এই ‘বস লেডি’ কান ফিল্ম ফেস্টিভ্যালে। নিন্দুকের তরফ থেকে ‘নেপোকিড’ তকমা পাওয়া আলিয়া হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে। এমনকি ২০২৪ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম তুলেছেন। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন। শুধু অভিনেত্রী হিসেবে নন, প্রযোজক হিসেবেও ছক্কা হাঁকাচ্ছেন তিনি। গত বছর টাইম ম্যাগাজিনে বিশ্বের একশ’ প্রভাবশালীর তালিকায় নাম উঠে অভিনেত্রীর। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ারের পাশাপাশি আন্তর্জাতিক আঙ্গিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে। মেট গালার লাল গালিচায় পশ্চিমি বিনোদুনিয়ার তারকাদের ভিড়ে হেঁটে গত বছরই তাক লাগিয়েছিলেন আলিয়া। আর এবার আরেক সুখবর দিলেন তিনি ভক্তদের। কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো যোগ দিতে চলেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার জন্মদিন উদ্যাপনের দিন তিনি বড় খবর ফাঁস করলেন। জানালেন, চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন তিনি। প্রতি বছরই কানের মঞ্চে ভারতীয় বিনোদুনিয়ার তারকাদের দেখা যায়। সেই তালিকায় ঐশ্বরিয়া রায় বচ্চনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এমনকি অদিতি রায়ও রয়েছেন। এবার তাতে যোগ হলেন আলিয়া। তিনি বলেন, মুখিয়ে রয়েছি কবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেবো।