অনলাইন
উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরাঁ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছেছেন। আজ বেলা ২টা ১০ মিনিটের দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন এবং ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কুশল বিনিময় করবেন। এসব অনুষ্ঠান শেষে জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।
এর আগে আজ ১২টা ৪৮ মিনিটের দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিমানবন্দরে তাকে স্বাগত জানান।