কলকাতা কথকতা
একবছর পর দু'দিনের সফরে কলকাতায় এলেন অমিত শাহ, বিজেপির অন্তর্দ্বন্দ মেটাতে শুক্রবার বৈঠক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ৫ মে ২০২২, বৃহস্পতিবার, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন

বিধানসভা নির্বাচনে হারের ঠিক একবছর পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সকালে নয়াদিল্লি থেকে কলকাতায় এলেন দু'দিনের সফরে। এবারের সফর তাঁর তিনদিনের ছিল। শেষ মুহূর্তে তা কাটছাঁট করে দু'দিনের করা হয়েছে। অমিত শাহ দমদম বিমানবন্দর থেকেই রওয়ানা দিচ্ছেন শিলিগুড়ির উদ্দেশ্যে। সেখানে জনসভায় ভাষণ দেয়া ছাড়াও তিন বিঘা করিডর পরিদর্শন করবেন। ঠাসা কর্মসূচিতে তিনি শুক্রবার হিঙ্গল গঞ্জ যাবেন বি এস এফের বর্ডার পোস্টে। মতুয়াদের সঙ্গে দেখা করবেন। কলকাতায় ফিরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বাংলার দুর্গাপূজা ইউনেস্কর স্বীকৃতি স্মারক অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানেই বি সি সি আই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্য পরিবেশন করবেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই অনুষ্ঠানে রাজ্য সরকারের কেউ আমন্ত্রণ না পাওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। শুধু রাজ্যপাল উপস্থিত থাকবেন রাজ্যের পক্ষে। যে মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে ভারত ইউনেস্ক স্বীকৃতি পেলো তিঁনিই বাদ এই অনুষ্ঠানে। শুক্রবার দলীয় নেতাদের বৈঠকে বিজেপির অন্তর্দ্বন্দ মেটানোর চেষ্টা করবেন শাহ। জানিয়ে দেবেন, কেউ দলের জন্য ইনডেস্পিনসিবল নন। সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। অমিত শাহ প্রতিটি জেলা নেতৃত্বের কাছে বামেদের অগ্রগমণ সম্পর্কে রিপোর্ট চেয়েছেন।