বিনোদন
দীর্ঘদিন পর সারিকা
স্টাফ রিপোর্টার
১৪ মার্চ ২০২৫, শুক্রবার
নাটকে কিংবা ওটিটিতে এখন বেশ কম কাজ করেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। এবার অনেকটা সময় পর দর্শকদের সামনে এলেন এ অভিনেত্রী। ‘আমলনামা’ শিরোনামের চরকি অরিজিনাল ওয়েব ফিল্মে মুক্তি পেয়েছে গতকাল। আর তাতেই বিপাশা চরিত্রে অভিনয় করেছেন তিনি। রায়হান রাফি পরিচালিত এ ফিল্মটি নিয়ে আগে থেকেই বেশ কৌতূহল রয়েছে দর্শকদের। কারণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। পাশাপাশি এতে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। অনেকদিন পর পর্দায় এ ছবির মাধ্যমে ফিরেছেন এ অভিনেতা। সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন
তমা মির্জা, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা। রায়হান রাফির গল্পে আমলনামার চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও এসএম নজরুল ইসলাম। সারিকা বলেন, নির্মাতা যখন আমাকে গল্পটি শোনায় তখনই রাজি হয়ে গিয়েছিলাম বিপাশা চরিত্রটি করতে। এটা অনেক ইমোশনাল গল্প। সত্য ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। আমি আমার ভক্তদের অনুরোধ করবো ‘আমলনামা’ দেখার। গল্পের কোনো জায়গায়ই বোরিং মনে হবে না এতটুকু বলতে পারি।