ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

শরীর ও মন

মাত্র ১২০০টাকায় প্যাকেজে হেলথ চেকআপ করবে ইনসাফ বারাকাহ হাসপাতাল

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১২ মার্চ ২০২৫, বুধবার, ৭:১৭ অপরাহ্ন

mzamin

মহান স্বাধীনতা দিবস ও ১৩ই মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। ক্যাম্পে ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দিবেন। কিডনি সম্পর্কিত সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা ফ্রি করা হবে। মাত্র ১২০০টাকায় ৫টি পরীক্ষা প্যাকেজে (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন)  করা হবে। ৫ জন হত দরিদ্র রোগীকে এক বছরের জন্য  ডায়ালাইসিস ফ্রি করা হবে (মেডিসিন ছাড়া)।
আগামীকাল ১৩ই মার্চ সারা বিশ্বে কিডনি দিবস পালন করা হবে। প্রতি বছর এ দিবসটি আনুষ্ঠানিক ভাবে কিডনি দিবস হিসেবে পালন করে থাকে। এ বছর বিশ্ব কিডনি দিবস এর প্রতিপাদ্য বিষয়: "Are Your Kidneys OK? Detect early, protect kidney health আপনার কিডনি ঠিক আছে কি? তাড়াতাড়ি পরীক্ষা করুন, কিডনির স্বাস্থ্য রক্ষা করুন"
সবার সাথে কণ্ঠ মিলিয়ে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষ্যে ইনসাফ বারাকাহ হাসপাতালে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ এলাকায় পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রচার করা হচ্ছে।
কিডনি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটি। বাংলাদেশে প্রায় ২ কোটির বেশি লোক  কোন না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। দিন দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে  ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে। মৃত্যুঘাতী  হিসেবে কিডনি রোগের অবস্থান ২ যুগ আগে ছিল ২৭তম, বর্তমানে এটা দাঁড়িয়েছে ৭ম এবং ২০৪০ সালে ৫ম অবস্থানে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।
ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে গত বছর ১৫ দিন ব্যাপী ক্যাম্পে ১৩৯৩জন রোগীর সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিন আর/ই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এর মধ্যে ১৪৯ জন রোগীর রক্ত ও প্রস্রাব পরীক্ষায় কোন না কোন কিডনি সম্পর্কিত জটিলতা পাওয়া যায়। এতে দেখা যায় গড়ে প্রায় ১১ শতাংশ মানুষ কিডনির সমস্যায় আছে। 
হাসপাতালের ব্যবস্থাপনার পরিচালক অধ্যাপক ডাক্তার এম ফখরুল ইসলাম বলেন, সমাজের অসহায়  দরিদ্র  রোগীদের সেবায় সব সময় ইনসাফ বারাকাহ হাসপাতাল পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা সকলকে ধন্যবাদ জানান এই বলে যে আগের থেকে এখন অনেকেই সচেতন হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছে এবং আমাদের সেবা নিচ্ছে।

পাঠকের মতামত

৬০০টাকা হলে ভালো হতো।

মিলন আজাদ
১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪১ অপরাহ্ন

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status